কলকাতা: রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়া মোকাবিলায় সব পুরসভাকে (Municipality) বৈঠকে ডাকলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আগামী ৮ অগাস্ট কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে ওই বৈঠক ডাকা হয়েছে। সব পুরসভার চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।
শনিবার ফিরহাদ হাকিম বলেন, বর্ষা দেরিতে এসেছে। তাই মশাবাহিত রোগ এখন কম। কিন্তু বর্ষার ফলে জল যাতে কোথাও না জমে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বৈঠকে পুরসভাগুলিকে ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে পরামর্শ ও নির্দেশ দেওয়া হবে। জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকায় গত ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০৪। গত সপ্তাহে ২০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি
আরও খবর দেখুন