নয়াদিল্লি: ঘুষ মামলায় অস্বস্তিতে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani Group)। গৌতম আদানিকেই (Gautam Adani) ঘুষ কাণ্ডে অভিযুক্ত বলে ঘোষণা করল মার্কিন আদালত। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই ঘুষের অভিযোগ। শুধু গৌতম আদানি নয় তাঁর ভাইপো সাগর আদানি এবং সংস্থার আরও ৬ জন অধিকর্তা বিরুদ্ধে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আমেরিকার বাজারের তাঁর সংস্থা ‘আদানি গ্রিন এনার্জি’র বন্ড ছাড়ার কথা ছিল। কিন্তু তা এখন স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংশ্লিষ্ট সংস্থা। তাদের বিরুদ্ধে ওঠা ‘অভিযোগ ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে’! বলে বিবৃতি দিয়ে জানিয়ে
গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি এবং সংস্থার আরও ৬ জন অধিকর্তা ভারতের সরকারি অফিসারদের ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহ সংস্থার সঙ্গে সৌর বিদ্যুতের চুক্তি করার জন্য এই ঘুষ দেওয়া হয়েছে। ২০২০-২৪ সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মার্কিন আদালতের বক্তব্য, ঘুষ দিয়ে বিদ্যুৎ সরবরাহের চুক্তি হাসিলের বিষয়টি মার্কিন বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে গোপন রেখেছিল আদানি গোষ্ঠী। তারা ভেবে ছিল এই চুক্তি থেকে ২ বিলিয়ন ডলার তথা প্রায় ১৭ হাজার কোটি টাকা মুনাফা করবে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ঘুষ দিয়ে মুনাফা কামানোর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরবতা ভাঙে আদানি গ্রিন এনার্জি। মোট ৭ জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। অন্যদিকে স্যোশাল মিডিয়া তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিষোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যত ক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ তাঁদের নির্দোষ বলে গণ্য করা হবে। সংস্থার পক্ষ থেকে কোনও আইনী পদক্ষেপ করা হবে না বলে জানানো হয়েছে। স্বচ্ছতা-সততাই সংস্থার মূল মন্ত্র বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: মোদি এবং আদানি দু’জনেই দুর্নীতিগ্রস্ত, আক্রমণ রাহুলের
সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি এবং একটি দেওয়ানি মামলা দায়ের করেছে। নিউ ইয়র্কের জেলা আদালতে মামলাগুলি দায়ের হয়েছে। এতে আমাদের সংস্থার বোর্ড সদস্য গৌতম আদানি ও সাগর আদানির নাম রয়েছে। দায়ের হওয়া মামলায় বোর্ড সদস্য বিনীত জৈনের নাম রয়েছে বলে জানিয়েছে সংস্থা। বিবৃতিতে সংস্থা বলেছে, ‘‘বিনীতের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। এই অবস্থায় প্রস্তাবিত আমেরিকার ডলার ডিনোমিনেটেড বন্ডগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ৬০ কোটি ডলার মূল্যের বন্ড ছাড়ার কথা ছিল আদানি গ্রিন এনার্জির।
Know more: https://t.co/uNYlCaBbtk pic.twitter.com/fQ4wdJNa9d
— Adani Group (@AdaniOnline) November 21, 2024
অন্য খবর দেখুন