স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে বিরাট বাহিনীর। গ্রুপে তিন নম্বর স্থানে এখন ভারত। দুয়ে নিউজিল্যান্ড। আর চারে আফগানিস্তান। আফগানিস্তান আর স্কটল্যান্ড ম্যাচে, বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ভারত। আর তাতেই নেট রান রেটে গ্রুপের সব দলকে পিছনে ফেলে ভারত পয়লা নম্বরে। কিন্তু পয়েন্টের দৌড়ে ভারত এখনও তিন নম্বরে। পাকিস্তান আর নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে।
বিতর্ক এতো কিছুর পরও ভারতীয় দলকে ঘিরেই আছে।
পাক আর কিউই দলের কাছে হারের পর আফগানিস্তান ম্যাচে জিতেছিল ভারত। এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের ইনিংসটি কোহলি – রোহিতরা করেছেন সেই আফগানিস্তান বিপক্ষে। দুশো টপকে গিয়েছিল রান। আর এই ম্যাচ নিয়ে শোরগোল বেজায়।
আরও পড়ুন: বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার, স্কটল্যান্ডের বিরুদ্ধে বিরাট জয় কোহলিদের
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ‘কিনে নিয়েছিল’ ভারত! এমনসব নানান কানাঘুষো ম্যাচের পর থেকেই চাউর হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে ‘অতি ভারতবিরোধী’দের এমন অভিযোগকে পাত্তা দেওয়ার কিছু নেই বলছিলেন যাঁরা, তাঁরাও নিশ্চয়ই অবাক হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনোয়ারির মন্তব্যে। তিনি রাখঢাক না রেখেই বলেছেন ওই ম্যাচটি নাকি অর্থ খরচ করে কিনেছিল ভারত। নিজেদের সেমিফাইনালে ওঠাটা নিশ্চিত করতেই নাকি বিসিসিআই এমন কাজটা করেছে।
SIMPLE EQUATION:
If Afghanistan wins India will Play Semi final
If New Zealand wins they will Play Semi final#INDvsAFG
— Abdullah Hamza (@abdullahhamzzaa) November 6, 2021
এসব ‘ ম্যাচ কেনার ষড়যন্ত্র’ তত্ত্বের বিরুদ্ধে এবার এককাট্টা হয়েছেন পাকিস্তানের দুই প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস। তাঁরা দুজনই এমন অবান্তর ও অযৌক্তিক অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেদের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে, প্রতিবাদ করেছেন।
যক্তি-যুক্ত মন্তব্যের জন্য সকলের ভরসা আছে ওয়াসিম আক্রমের উপর। তবে ওয়াকার কিছুদিন আগে (ভারতের বিপক্ষে ম্যাচের দিন) মাঠেই পাক দলের ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের নামাজ পড়া নিয়ে মন্তব্য করেছিলেন। যেটি সেদিন বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত করেছিল। মন্তব্যটি নিয়ে তীব্র সমালোচনা হওয়ার পর পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক নিজের মন্তব্যটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন।
https://twitter.com/ShoaibAyyub1/status/1455981712299552774?t=7QbovzLmuMEV97jI0RiczQ&s=19
তবে আফগানিস্তান-ভারত ম্যাচের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে অবশ্য ভারতের পাশেই দাঁড়িয়েছেন ওয়াকার। তিনি মনে করেন, এ ধরনের ইস্যু নিয়ে আলোচনারই কিছু নেই। লিখেছেনঃ ‘এসব অভিযোগের পেছনে কোনো যুক্তি নেই। এসব বাজে বিষয় যে আলোচনা করাই উচিত নয়।’
আক্রামের মতে, ‘ভারত কোন দুঃখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পাতাতে যাবে! তারা বিশ্বের অন্যতম সেরা দল। যেকোনো ভালো দলেরই বাজে সময় আসতে পারে। ভারতের না হয় দুটি ম্যাচ খারাপ গেছে। তারা আফগানিস্তানকে কেন ম্যাচ পাতিয়ে হারাবে! আমি জানি না এসব ষড়যন্ত্র তত্ত্ব কোন রুচির মানুষজন খুঁজে খুঁজে বের করে!’
ছবি: সৌ-টুইটার