কলকাতা: দুঃস্বপ্নের রবিবার গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) টটেনহ্যামের (Tottenham Hotspur) কাছে ৩-০ হারল তারা। প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। ইউনাইটেডের কপাল ভালো স্কোরলাইন স্রেফ অপ্রীতিকর হয়েছে, অপমানজনক হয়নি। আন্দ্রে ওনানার (Andre Onana) অনবদ্য গোলকিপিংয়ের জন্য ৬-৭ গোল হয়নি। এই ম্যাচের পর ফের কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) তুমুল সমালোচনা চলছে। ম্যান ইউয়ের প্রাক্তনীরাই ধুইয়ে দিচ্ছেন।
১০ জনে হয়ে যাওয়ার আগেই প্রথম গোল হজম করে টেন হাগের দল। কাউন্টার অ্যাটাকে প্রায় পুরো মাঠ দৌড়ে বিনা বাধায় বিপক্ষের বক্সে ঢুকে পড়েন টটেনহ্যামের সেন্টার ব্যাক মিকি ভ্যান ডে ভেন। ম্যান ইউয়ের একজন খেলোয়াড়ও তাঁকে ছুঁতে পারেননি। বক্সে ঢুকে ব্রেনান জনসনের জন্য বল সাজিয়ে দেন ভ্যান ডে ভেন। ৩ মিনিটের মধ্যে এগিয়ে যায় টটেনহ্যাম।
আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচক পদ থেকে সরে গেলেন মহম্মদ ইউসুফ
“It had a big impact.”
Erik on Bruno’s red card against Spurs ⤵️#MUFC || #MUNTOT
— Manchester United (@ManUtd) September 29, 2024
৪২ মিনিটে লাল কার্ড দেখেন ফার্নান্ডেজ। তিনি এবং তাঁর কোচ ম্যাচের পরে এসে বলে গেলেন, লাল কার্ডের সিদ্ধান্ত তাঁদের কাছে ভুল মনে হয়েছে। ভুল বা ঠিক যা-ই হোক, ভিএআর কেন রেফারিকে দ্বিতীয়বার দেখার পরামর্শ দিল না সেটাই আশ্চর্যের। এ ধরনের ম্যাচে একটা ভুল সিদ্ধান্ত বড় ব্যবধান গড়ে দেয়।
তবে এই ম্যান ইউ যা খেলছে তাতে ১১ জনে খেলেও লাভ হত না। ম্যাচের পর দুই প্রাক্তন পল স্কোলস এবং মাইকেল আওয়েন তীব্র সমালোচনা করলেন। আওয়েন বললেন, এই ম্যান ইউয়ে সামান্যতম ইতিবাচক, আশার আলো দেখতে পাচ্ছেন না। স্কোলস বলেন, মার্কাস র্যাশফোর্ডদের খেলা দেখে মনে হচ্ছে, আন-কোচড (অপ্রশিক্ষিত) কতগুলো খেলোয়াড় মাঠে নেমেছে।