কলকাতা: জনপ্রিয়তা বাড়ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)! মুড অফ দ্য নেশন (Mood of the Nation) সমীক্ষায় তেমনটাই দেখা যাচ্ছে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা যেখানে কমেছে, সেখানে মমতার জনপ্রিয়তা বেড়েছে।
মুড অফ দ্য নেশনের সমীক্ষায় তিনটি মাসের চিত্র তুলে ধরা হয়েছে। অগাস্ট ২০২৩, ফেব্রুয়ারি ২০২৪ এবং অগাস্ট ২০২৪। অগাস্ট ২৩-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, ফেব্রুয়ারি ২৪-এ তা বেড়ে হয় ৫১ শতাংশ। কিন্তু ২০২৪-এর অগাস্টে তা নেমে গিয়েছে ৩৯ শতাংশে।
আরও পড়ুন: ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যসচিবের বৈঠকের ডাক
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে গ্রাফ কেবলই উপর দিকে উঠেছে। ২০২৩-এর অগাস্টে তাঁর জনপ্রিয়তা ছিল ৩২ শতাংশ, এ বছরের ফেব্রুয়ারিতে তা ৩৩ শতাংশ হয়। আর এই অগাস্টের সমীক্ষা বলছে, বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে রয়েছেন দেশের ৪৬ শতাংশ মানুষ। ছ’জন মুখ্যমন্ত্রীর তালিকায় গ্রাফ চড়েছে আর মাত্র একজনেরই, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) । ৪৯ শতাংশ থেকে তা ৫১ শতাংশ হয়েছে। তবে মমতার মতো বড় লাফ তিনি দিতে পারেননি।
যোগী আদিত্যনাথ সহ বাকিরা অর্থাৎ ভূপেন্দ্র প্যাটেল, অরবিন্দ কেজরিওয়াল এবং এম কে স্ট্যালিন, সবারই জনপ্রিয়তার রেখচিত্র নিম্নগামী হয়েছে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের জেরে তুমুল প্রশ্নের মুখে মমতার প্রশাসন। বিজেপির নেতারা তাঁর পদত্যাগ দাবি করেছেন। এই আবহেও জনপ্রিয়তা বাড়ল বাংলার মুখ্যমন্ত্রীর।
দেখুন অন্য খবর: