কলকাতা: যে রাঁধে সে চুলও বাঁধে। যিনি রাজ্য চালান, তিনি মোমোও বানান। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে দার্জিলিঙয়ের রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে মোমো বানাতে দেখা গেল এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে।বৃহস্পতিবারই দার্জিলিং থেকে ফিরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিং সফরের প্রতিদিনের মতো এদিনও সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। এর আগেও কখনও তাঁকে দেখা গিয়েছে রাস্তার ধারে দোকানে চা বানাতে, কখনও বা রান্নার কড়াইতে তাঁকে রান্না করতে। এদিন রাস্তার ধারে একটি মোমোর দোকান দেখতে পেয়ে এগিয়ে গিয়ে কথা বলেন দু’জনের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সামনেই মোমো বানাচ্ছিলেন তাঁরা। এরপরই নিজেই উৎসাহ নিয়ে মোমো তৈরিতে হাত লাগান মমতা। উত্তরবঙ্গে আজ আর কোনও কর্মসূচি নেই তাঁর। বেলা ১২টা নাগাদ দার্জিলিং থেকে রওনা দেবেন তিনি। এরপর ৩.৩৫ এর বিমানে কলকাতায় ফিরবেন।
মোমো তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রতি বছরই নিজের বাড়ির কালী পুজোয় নিজের হাতে ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী। কমপক্ষে ৫ থেকে ৬ রকমের পদ রান্না করে দেন মা’ কে। গত বারও তাঁকে দেখা গিয়েছিল রান্না ঘরে খুন্তি হাতে। ভোগের জন্য খিচুরি, পাঁচ রকমের ভাজা, তরকারি, পায়েস, চাটনি। সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ততা থাকলেও পুজোর দিন সময় করে নিজের বাড়ির ভোগ রান্না করতে ভোলেন না মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন Arvind Kejriwal: কেজরির বাসভবনে হামলার ঘটনায় ধৃত…