বসিরহাট: বছরের শুরুতে সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সরকার বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তারপর ইছামতী নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বসিরহাট লোকসভায় বিপুল ভোটে পরাজয় হয়েছে ওই আন্দোলনের মুখ বিজেপি প্রার্থীর। সোমবার প্রখম সন্দেশখালিতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্দেশখালিবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের (Scheme) ঘোষণা করলেন তিনি। নতুন মহকুমা থেকে হাসপাতালের শয্যা দ্বিগুণ করার কথা জানালেন। ঋষি অরবিন্দ মিশন মাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কথায় ‘সন্দেশ’ মিষ্টির প্রসঙ্গও উঠে এল। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে সন্দেশ বা বার্তা দিয়েছেন, এখানে টাকার অঙ্কে খেলা হয়েছে। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। সন্দেশখালিতে কিছু ঘটলে তা এক মিনিটে কানে আসবে। যেন পিছিয়ে না থাকে সন্দেশখালি। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডের পর স্ট্রিং অপারেশনে উঠে এসেছিল কীভাবে সন্দেশখালি আন্দোলনের নেপথ্যে টাকার প্রস্তাবের বিষয় ছিল। তারপরেই ওই আন্দোলন ক্রমশ স্তিমিত হয়।
এদিন ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পেরর শুভ সূচনা হল। ২০ হাজার মানুষের কাছে এই পরিষেবা পৌঁছবে। প্রশাসনিক অনুষ্ঠানে মমতা জানান, এলাকাবাসীকে দ্রুত পরিষেবা দিতে তৈরি হবে নতুন মহকুমা। সন্দেশখালিতে ৩০ শয্যার গ্রামীণ হাসপাতাল বেড়ে ৬০ বেডের হবে। সেখানে প্রসূতি মায়েদের সিজার বা অপারেশনের ব্যবস্থা থাকবে। ধুলিয়া খালের উপর নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। এখানে জেটিঘাটের উন্নয়ন হবে, লঞ্চ, স্পিডবোটের সংখ্যা বাড়বে। অনুষ্ঠানে মমতা আরও বলেন, সন্দেশখালির মা বোনেদের অভিনন্দন। আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন। অনেকে দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। তাঁদের প্রণাম জানাই।
আরও পড়ুন: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার নয়া পদক্ষেপ রাজ্যের
এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে,সন্দেশখালির নাম সন্দেশের সঙ্গে যুক্ত। ক্লাস্টার, এমএসএমই-র মধ্য দিয়ে এখানে চাকরি হবে। উল্লেখ্য, বছরের শুরুতে সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে উঠে এসেছিল সেই এলাকার অনুন্নয়ন। যাকে ঘিরে রাজনৈতিক ক্ষমতাবলে ভেরি, কৃষি জমি বেদখলের ঘটনা। তাতে মহিলা, গরিবদের উপর অত্যাচারের ছবি সামনে আসে। রবিবার সন্দেশখালি কাণ্ডে প্রতিবাদের অন্যতম মুখ সুজয় মাস্টার যোগ দিয়েছেন তৃণমূলে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর জন্য এদিন জাতীয় সঙ্গীত হয়নি। সাত দিনের রাষ্ট্রীয় শোক রয়েছে।
দেখুন অন্য খবর: