কলকাতা: দীর্ঘ ১৩ পর বাগদায় মতুয়া গড়ে (Trinamool wins Bagda) ফুটল ঘাসফুল। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই সাফল্য পেলেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। বাগদায় ৩৩,৪৬৮ ভোটের জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১০৭৫৭৭টি ভোট। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন ৭৪১০৯টি ভোট। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হবেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
আরও পড়ুন: রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা। মা মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বিজেপির এই শক্ত ঘাঁটিতে ঘসফুল ফোটাতে তৃণমূল ভরসা রেখেছিল মধুপর্ণা ঠাকুরের উপর। গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন (Bagda By-Election)। গত বিধানসভা ও শেষ লোকসভা নির্বাচনেও বাগদায় এগিয়ে ছিল বিজেপি। এবারের নির্বাচনের লড়াইটা ছিল বেশ কঠিন। পিছিয়ে থাকা আসন নিজেদের দখলে করতে মরিয়ে ছিল তৃণমূল। বলা যায় শাসকদলের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। সেখানে এই কেন্দ্রে ঠাকুর বাড়ির অন্য এক সদস্য শান্তনু ঠাকুর (Shantanu Thakur) বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। দু’বার লোকসভা নির্বাচনে জিতে মন্ত্রী হন শান্তনু ঠাকুর। কিন্তু রাজনীতির ময়দানে নবাগত হয়েও বিজেপিকে পরাজিত করল মধুপর্ণা। ৩৩ হাজার ভোটে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে হারিয়ে জয়ী মধুপর্ণা। জয়ী ঘোষণা হতেই সবুজ আবিরে মেতেছেন নেতা-কর্মীরা। গণনাকেন্দ্রে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। এলাকার মানুষেরা ভরসা করেছেন, এতেই খুশি বললেন সদ্য জয়ী মধুপর্ণা।
দেখুন ভিডিও