কলকাতা: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন উরুগুয়ের (Uruguay) তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ (Luis Suarez)। আগামী শুক্রবার (ভারতীয় সময় শনিবার ভোর) প্যারাগুয়ের বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচেই উরুগুয়ে জার্সিতে শেষবার দেখা যাবে তাঁকে। আবেগতাড়িত সুয়ারেজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “শুক্রবার দেশের হয়ে আমার শেষ ম্যাচ। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে শেষ ম্যাচ পর্যন্ত নিজের সেরাটা দেব এই ভেবেই আমি মনে শান্তি পাচ্ছি।”
প্রাক্তন আয়াখস, লিভারপুল এবং বার্সেলোনার স্ট্রাইকার তাঁর প্রজন্মের অন্যতম সেরা গোলস্কোরার। দেশের হয়ে ১৪২ ম্যাচে ৬৯ গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২০০৭ সালে উরুগুয়ের হয়ে অভিষেক করেছিলেন সুয়ারেজ, জিতেছেন ২০১১ সালের কোপা আমেরিকা (Copa America)। এই ট্রফি জয়কেই কেরিয়ারের সেরা অর্জন বলছেন তিনি।
আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ডেই লিভারপুলের হাতে পর্যুদস্ত ম্যান ইউ
সুয়ারেজ বলেন, “কোনও কিছুর বিনিময়ে কোপা আমেরিকা খেতাব দিতে পারব না আমি। ওটা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত।” গতি, ড্রিবলিং, ফিনিশিং সবকিছুতেই পারদর্শী স্ট্রাইকারের কেরিয়ারে বিতর্ক কম ছিল না। ২০১০ বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে তাঁর ইচ্ছাকৃত হ্যান্ডবল করেছিলেন, ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড়ে পাঁচ ম্যাচ নির্বাসিত হয়েছিলেন।
ক্লাব ফুটবলেও বিতর্কিত কীর্তিকলাপ রয়েছে সুয়ারেজের। লিভারপুলে খেলাকালীন ম্যান ইউয়ের প্যাট্রিস এভরাকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে আট ম্যাচ নির্বাসিত হয়েছিলেন তিনি। তবে এসব দূরে সরিয়ে রাখলে ফুটবল দুনিয়া তাঁকে এক দুর্ধর্ষ স্ট্রাইকার হিসেবে মনে রাখবে। বর্তমানে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুযারেজ।