কলকাতা: এবার শৃঙ্খলার পাঠ সিভিক ভলেন্টিয়ারদের। আইন-শৃঙ্খলার দায়িত্ব কীভাবে সামলাতে হয়, চাকরির সময় কীরকমভাবে শৃঙ্খলা পরায়ণ হিসাবে থাকা উচিত, বিশদে পাঠ দেবে সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ।
পাশাপাশি কী করা উচিত ও উচিত নয়, বিভিন্ন আইনের ধারায় কী কী বলা আছে, এর জন্য ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সিভি ভলান্টিয়ারদের। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিশেষ প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা করছে রাজ্যে সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর।
দেখুন আরও অন্যান্য খবর: