কালচিনি: পাঁচ দিনের মাথায় মেটেলি চা বাগানে ফের খাঁচাবন্দি হল আরও একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগানের ছোটা কোঠি লাইনের ২২ নম্বর সেকশনে বনদফতরের বসানো খাঁচায় একটি চিতাবাঘটি ধরা পড়ে। ওই চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার পরেও চিতা বাঘের হানা অব্যাহত ছিল বাগানে। সন্ধ্যার পরেই চা বাগান থেকে চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল, মুরগী, শুকর সাবার করত।
শুক্রবার মেটেলি চা বাগানের ২২ নম্বর সেকশনের মালার লাইন সংলগ্ন এলাকায় বনদফতরের তরফে ফের খাঁচা বসানো হয়। সোমবার রাতে ওই খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্থানীয়রা রাতে চিতা বাঘের গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে ওই চিতা বাঘ খাঁচাবন্দি হয়ে ঘোরাঘুরি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের। রাতেই বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলার অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে