পেরুর রাজধানী লিমাতে চলছে আইএসএসএফ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ (ISSF Junior World Shooting Championship)।পদক তালিকায় এক নম্বরে এখন ভারতীয় দল।টোকিও অলিম্পিক্সের যাবতীয় হতাশা কাটিয়ে ধীরে-ধীরে ছন্দে ফিরতে চলেছে ভারতীয় শ্যুটিং দল?-সেই ইংগিত মিলেছে- আইএসএসএফ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকেই৷ জুলাইয়ে অলিম্পিক্সের মঞ্চে একরাশ হতাশা উপহার দেওয়া মনু ভাকের (Manu Bhaker) এ্ই প্রতিযোগিতায় ইতিমধ্যেই সোনা জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন ৷ এরপর সোমবার দেশের হয়ে অষ্টম সোনা জিতে নিলেন ঐশ্বরি প্রতাপ সিং তোমার (Aishwary Pratap Singh Tomar)৷
আরও পড়ুন:Asian TT: পুরুষদের ডবলসে দুটি ব্রোঞ্জ ভারতের
জুনিয়র পর্যায়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে সোনা এনেছেন-মধ্যপ্রদেশের এই শ্যুটার৷ প্রথমে যোগ্যতা-অর্জন লড়াই পর্বে আগের বিশ্বরেকর্ড ছুঁয়ে ছিলেন। এরপর ফাইনালের লড়াইয়ে নয়া বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নেন ঐশ্বরি ৷ ফাইনালে ৪৬৩.৪ পয়েন্ট স্কোর করে সোনার জিতে নিলেন বছর কুড়ির অলিম্পিয়ান শ্যুটারটি ৷
Icymi:
14-year-old Naamya Kapoor, world record-breaking Aishwary Pratap Singh Tomar add to India’s gold tally at Shooting Junior World Championship https://t.co/xnGkCHrbal via @thefield_in
— Vinayakk (@vinayakkm) October 5, 2021
রুপো জিতে দ্বিতীয়স্থানে শেষ করা ফরাসি শ্যুটারের চেয়ে ৬.৯ পয়েন্ট বেশি স্কোর করেন ঐশ্বরি ৷ এর আগে সোমবার দিনের প্রথম সোনাটি আসে টিনেজার ১৪ বছরের নামিয়া কাপুরের (Namyaa Kapoor) দাপটে ৷ মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে নিজের দেশেরই মনু ভাকেরকে পিছনে ফেলে শীর্ষ স্থান ছিনিয়ে নেন নামিয়া ৷ ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভারতেরই ভাকের ৷ ওই ইভেন্টে রুপো জিতে নেন ফ্রান্সের ক্যামিলি ৷
Aishwary Wins GOLD ?
while adding WR to his name??#AishwaryPratapSinghTomar sets a new Jr. World Record of 463.4 to win?in Men's 50m 3 Positions event at ISSF Jr. #WorldChampionships 2021He had also equalled Jr. WR of 1185 in Qual. round
Absolutely stellar performance? pic.twitter.com/zJg3n6x1qy
— SAI Media (@Media_SAI) October 5, 2021
ফাইনালের লড়াই ৫০ পয়েন্টের হয়। তারই মধ্যে সবচেয়ে বেশি ৩৬টি পয়েন্ট সংগ্রহ করে ফরাসি প্রতিপক্ষকে পিছনে ফেলেন দিল্লি শ্যুটারটি ৷ আরেক ভারতীয় ভাকের শুরুটা ভাল করেও পরের দিকে পিছিয়ে পড়েন ৷ সোমবার জোড়া সোনার সঙ্গে আরও ৩টি পদক পেয়ে যাওয়ায় পদক তালিকার শীর্ষে থাকাটা সহজ হল ভারতের৷ ভারতের নামের পাশে এখন ৮টি সোনা, ৬টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে মোট পদক সংখ্যা পৌঁছে গেছে ১৭টিতে।
ছবি:সৌ-টুইটার