কলকাতা: একের পর এক মাইলস্টোন পেরিয়ে চলেছেন জোসেফ এডওয়ার্ড রুট (Joe Root)। দিনের শুরুতেই অ্যালিস্টার কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তারপর সেঞ্চুরি করে টপকে গেলেন ভারতিয় কিংবদন্তি সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। গাভাসকরের টেস্টে রয়েছে ৩৪টি শতরান, রুটের হল ৩৫টি। রুটের কীর্তিতে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সহ-খেলোয়াড় বেন স্টোকস (Ben Stokes)। তিনি বললেন, রুট অসাধারণ খেলোয়াড়, দারুণ মানুষ।
মুলতানের পাটা পিচে প্রথমে ব্যাট করে ৫৫৬ করেছিল পাকিস্তান, সেঞ্চুরি করেছিলেন তাদের তিনজন। এরকম উইকেটে ইংল্যান্ড যে বাজবল খেলবে তা তাতে কোনও সন্দেহ ছিল না। ৮৫ বলে ৭৮ করেন জাক ক্রলি। বেন ডাকেট ৭৫ বলে ৮৪ রান করেন। কিন্তু দুজনের কেউই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে যেতে পারলেন না। এখানেই নিজের জাত চেনালেন রুট। ওই দুজনের মতো বাজবল না খেললেও কাজের কাজ করলেন। চা বিরতি পর্যন্ত ১১৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপ খেলবেন রোহিত! কী বললেন তাঁর কোচ
👏 R💯T! 😍
A day to remember 🙌
Match Centre: https://t.co/M5mJLlHALN
🇵🇰 #PAKvENG 🏴 | @Root66 pic.twitter.com/gl6aSuOE8Q
— England Cricket (@englandcricket) October 9, 2024
চা বিরতিতে তিন উইকেট হারিয়ে ৩৫১ করেছে ইংল্যান্ড। এই রান এসেছে ৭০ ওভারে অর্থাৎ ওভারপ্রতি পাঁচেরও বেশি রান। রুটের সঙ্গে ক্রিজে আছেন হ্যারি ব্রুক যিনি ৯২ বলে ৭৪ করে অপরাজিত আছেন। আরও একটা সেশন বাকি, এই মেজাজে খেললে আজকের মধ্যেই পাকিস্তানের রান ছুঁয়ে ফেলতে পারেন অলি পোপরা।
প্রসঙ্গত, ৩৫ নম্বর সেঞ্চুরি করে গাভাসকরের সঙ্গেই রুট পিছনে ফেলেছেন ইউনিস খান, মাহেলা জয়বর্ধনে এবং ব্রায়ান লারাকে। এঁদের প্রত্যেকের টেস্টে ৩৪টি করে শতরান আছে। রুটের ঠিক সামনেই আছেন রাহুল দ্রাবিড় (৩৬)।
দেখুন অন্য খবর: