মিউনিখ: ইউরো কাপ (UEFA EURO 2024) খেলতে এসেছিল ২৪টা দল, এখন পড়ে আছে তার চারটে— স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন ও ফ্রান্স (Spain vs France)। ফুটবল বিশ্বের নজর এই ম্যাচের দিকে, কেউ কেউ মনে করছে, এই ম্যাচের বিজয়ীর হাতেই উঠবে কাপ।
এরকম খেলায় ভবিষ্যদ্বাণী করা বোকামি, তবু ফর্মের বিচারে সামান্য এগিয়ে আছে স্প্যানিশ আর্মাডা। কোচ লুইস দে লা ফুয়েন্তে (Louis de la Fuente) অসাধারণ ফুটবল খেলাচ্ছেন। প্রচুর পাসের তিকিতাকা নয়, স্পেন খেলছে ডিরেক্ট ফুটবল। প্রচণ্ড গতিতে পাসিং, পোজিশনিং এবং প্রয়োজনমতো ড্রিবলিং করে বিপক্ষ বক্সে ত্রাসের সঞ্চার করছেন নিকো উইলিয়ামস, লামিনে জামালরা।
আরও পড়ুন: অবসর ভেঙে ফিরতে চান ডেভিড ওয়ার্নার!
????? Two titans meet in Munich ?@bookingcom | #EUROfixtures pic.twitter.com/395UrjAax4
— UEFA EURO 2024 (@EURO2024) July 9, 2024
অন্যদিকে ফ্রান্স এই টুর্নামেন্টে কিছুটা ভাগ্যের জোরে সেমিফাইনালে। ওপেন প্লে থেকে কোনও গোল করেনি দিদিয়ের দেশঁর (Didier Deschamps) দল। একটা পেনাল্টি এবং দুটি আত্মঘাতী গোল সম্বল তাঁদের। দৃষ্টিনন্দন ফুটবলও হচ্ছে না। এ নিয়ে অবশ্য পাল্টা দিয়েছেন ফরাসি কোচ দেশঁ। তিনি বলেছেন, কারও যদি ফ্রান্সের ফুটবল পছন্দ না হয় তাহলে অন্য ম্যাচ দেখতে পারে। তাঁর লক্ষ্য ট্রফি জেতা।
ফ্রান্সের অধিনায়ক এবং সেরা তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ফর্মে ফিরলে চিত্রটা সম্পূর্ণ বদলে যাবে। নিজের দিনে একাই প্রতিপক্ষকে ধ্বংস করতে পারেন তিনি। স্পেন শিবির তা ভালো করেই জানে। তাই আজ আক্রমণে ঝড় ওঠার পাশাপাশি রক্ষণের দিকেও বাড়তি নজর রাখতে হবে স্প্যানিশদের।
দেখুন অন্য খবর: