কলকাতা: আজ মহাসপ্তমী। সকাল সকাল নদীর ঘাটে ঘাটে শুরু হয়েছে নবপত্রিকা স্নান। আজ থেকেই মণ্ডপে মণ্ডপে সন্তান সন্ততিদের নিয়ে পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপে গণেশের পাশেই একইসঙ্গে পূজিত হবে নবপত্রিকা। নবপত্রিকা স্নান শেষে ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে নির্দিষ্ট রীতি নিয়ম মেনে মহাসপ্তমীর পূজা অর্চনা। সকাল থেকে একই ছবি নামখানা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। নবপত্রিকা স্নানের পর মণ্ডপের মধ্যে মহাসপ্তমী পুজোর কাজ শুরু হয়েছে। দুর্গা প্রতিমার সামনেই সাজানো হয়েছে মঙ্গল ঘট, প্রদীপ, ধুনুচি। প্রস্তুত করা হয়েছে ফুল, দূর্বা, বেলপাতা, চন্দন।
মহাসপ্তমীর পুজোকে ঘিরে মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধূপধুনোর গন্ধে মোহময় হয়ে উঠেছে পুজোমণ্ডপ। মহাসপ্তমীর পুজো দেখতে নামখানা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা।
দেখুন অন্য খবর: