পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ। হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি। ইজরায়েলে (Isarel) ফের হামলা চালাতে নতুন প্রজন্মের সব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চারে লোড করে রেখেছে তেহরান। হামলার জবাবে কোনও ধরনের পাল্টা পদক্ষেপ নিলে এই ব্যবহার করবে ইরান (Iran)। জানালেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার ইসমাইল কৌসাড়ি।
আরও পড়ুনঃ ইজরায়েল-ইরান পরিস্থিতি নিয়ে কী ভবিষ্যদ্বাণী লিওন প্যানেটার
সূত্রের খবর, এই মুহূর্তে পাল্টা আক্রমণ ঠেকাতে ইরানে ক্ষেপণাস্ত্রগুলিকে সম্পূর্ণ লোড করে রাখা হয়েছে। এছাড়া ইজরায়েল কোনও ধরনের পদক্ষেপ করলে আজ পর্যন্ত যে সব ক্ষেপণাস্ত্র এখনও বের করেনি তেহরান, সেসব ক্ষেপণাস্ত্র বের করার হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালালে গোটা বিশ্ব অবাক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, ইরান,লেবানন এবং গাজায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি শুরু করেছে ইজরাইলি বাহিনী। স্থানীয় গণমাধ্যম সূত্রের খবর, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে তেহরানে জোড়ালো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইজরাইলি ডিফেন্স ফোর্স। একই সঙ্গে ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের আহ্বান জানিয়েছেন ইজরাইল। ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝে তেল-আভিভ সফর করছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সামরিক কমান্ডার জেনারেল মাইকেল কুড়িলা।
দেখুন অন্য খবরঃ