কলকাতা : কালীপুজোর আগে ওড়িশার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে, কলকাতা সহ বঙ্গের বিভিন্ন এলাকায় দেখা মেলে ভারী বৃষ্টিপাতের। তারপর আবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে এবার আবহাওয়া দফতর সুত্রে খবর, বঙ্গে আপাতত নতুন করে ভারী বৃষ্টিপাত তো দূর, হালকা বৃষ্টির সম্ভাবনাও ক্ষীণ।
তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের কিছু প্রান্তে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন: ১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া নয়? সিদ্ধান্ত ঘোষণায় দুনিয়া জুড়ে শোরগোল
নভেম্বর পড়ে গেলেও বঙ্গে শীতের আমেজ এখনও আসেনি বললেই চলে। রাজ্যে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শীত পড়বেনা বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালের দিকে রাজ্যের কোন কোন প্রান্তে কুয়াশা এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হলেও তাপমাত্রার হেরফের হবেনাই বলে জানানো হয়েছে।
তাহলে কবে থেকে রাজ্যে দেখা মিলবে শীতের?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে দেখা মিলতে পারে শীতের।
তবে বৃহস্পতিবার থেকে শনিবার, অর্থাৎ ছটপুজোর সময় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া।
দেখুন অন্য খবর :