আবার সেই মানসিক স্বাস্থ্্য সমস্যা ! করোনা কালে যা বারবার ভাবাচ্ছে। অলিম্পিক্সে ঘটেছে। টেনিস দুনিয়ায় ঘটে গেছে। ক্রিকেটে বারবার ঘটছে। এবার আইপিএল ছেড়ে চলে গেলেন ‘ইউনিভার্সাল বস’ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে খেলতে বিশ্রামে চলে গেলেন ক্রিস!আইপিএলের প্লে-অফের দৌড় থেকে এখনও ছিটকে যায়নি তাঁর দল- পঞ্জাব কিংস। তা সত্ত্বেও টুর্নামেন্টের মাঝপথেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বায়ো-বাবল ছেড়ে চলে গেলেন ক্রিস গেইল। একঘেঁয়ে বায়ো–বাবলসের ক্লান্তির জন্যই আইপিএল পার্ট-টু ছাড়লেন তিনি।
২০২০ সালের আইপিএলের পর থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয়ে টানা কাটিয়েছেন গেইল। দেশের হয়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার পর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে পাঞ্জাব কিংস দলের সঙ্গে যোগ দেন। পাঞ্জাব কিংস কোচ অনিল কুম্বলে বলেছেন, ‘আমি গেইলের বিরুদ্ধে খেলেছি, তাঁকে কোচিংও করিয়েছি। তাতে দেখেছি গেইল একজন চূড়ান্ত পেশাদার ক্রিকেটার। ফলে তাঁর টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে এই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাচ্ছি’।
আইপিএলের এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এ ব্যাটার নিজেই টুর্নামেন্টে না খেলার কারণ ব্যাখ্যা করেন। গেইলের দেয়া বক্তব্য তুলে ধরে এক বিবৃতিতে পাঞ্জাব জানায়,‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। এখন নিজেকে মানসিকভাবে আমি সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।’
BREAKING: Chris Gayle leaves the IPL bio-bubble due to bubble fatigue.
He expressed a desire to mentally refresh himself for the T20 World Cup. pic.twitter.com/GIQC9hQTCg
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 30, 2021
গেইলের আগে বায়ো বাবলের ক্লান্তির কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটাররাও। নিজেকে সময় দেয়ার জন্য দলকেও ধন্যবাদ দিতে ভূলেননি ইউনিভার্স বস। তিনি বলেন,‘আমাকে ছেড়ে দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানাই। আমার শুভকামনা সবসময় দলের সঙ্গে থাকবে। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা।’ আগামী ১৭ অক্টোবর ওমান ও আরব আমিরশাহিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজের দেশের হয়ে খেলার আগে মানসিকভাবে চাঙ্গা থাকতে দুবাইয়েই সময় কাটাবেন গেইল।
আইপিএলে ছন্দহীন পাঞ্জাব কিংসের হয়ে ১০টি ম্যাচে ১৯৩ রান করেছেন গেইল। সর্বাধিক ৪৬। গড় ২১.৪৪, স্ট্রাইক রেট ১২৫.৩২। আইপিএলে নিজের জন্মদিনে পাঞ্জাব কিংসের ম্যাচে প্রথম একাদশে না থাকলেও সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলে ছিলেন গেইল। সেই ম্যাচ দুটিতে অবশ্য গেইল রান পাননি। সানরাইজার্স ম্যাচে ১৪ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১ রানে আউট হন।
৪২ বছরের গেইল ১৪২টি আইপিএল ম্যাচে ৪৯৬৫ রান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ১৭৫। এই টুর্নামেন্টে ৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি আছে গেইলের। ৪০৫টি চার ও ৩৫৭টি ছয় আছে গেইলের ঝুলিতে। গেইলের স্ট্রাইক রেট ১৪৮.৯৬ ও গড় ৩৯.৭২। গেইল আইপিএলে বল করে পেয়েছেন ১৮টি উইকেট।
ছবি:সৌ-টুইটার।