এডিনবার্গ: স্কটল্যান্ডের (Scotland) নদীর ধার থেকে উদ্ধার ভারতীয় ছাত্রীর (Indian Student) দেহ। ২২ বছরের তরুণীর নাম সানত্রা সাজু (Santra Saju)। কেরলের (kerala) বাসিন্দা ছিলেন।
সিসি ক্যামেরা অনুযায়ী গত ৬ ডিসেম্বর লিভিংস্টনের আলমন্ডভ্যালে আসডা সুপার মার্কেট স্টোরে শেষ দেখা গিয়েছিল। তার পর থেকে নিখোঁজ। দেহ শনাক্তকরণের জন্য তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
আরও পড়ুন-পুলিশের জালে আরও এক সন্দেহভাজন জঙ্গি, রয়েছে বাংলাদেশ-যোগ?
কেরলের মেয়ে সান্ত্রা সাজু (Santra Saju) স্কটিশ রাজধানী এডিনবার্গের (Edinburgh) হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ে ( Heriot-Watt University) ভর্তি হন। স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, এডিনবার্গের কাছের একটি গ্রামে নিউব্রিজ সেতুর কাছ থাকা নদীর ধার থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল ১১.৫৫’র দিকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণ এখনও বাকি আছে। সান্ত্রার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে (Police Scotland), সান্ত্রা যখন মার্কেটটিতে প্রবেশ করে, তখন তার কাঁধে কোনও ব্যাগ ছিল না, কিন্ত বের হয়ে আসার সময় তার কাঁধে একটি কালো ব্যাগ দেখা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে বিদেশে পড়তে গিয়ে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর সংখ্যা ৬৩৩। এর মধ্যে সবার প্রথমে আছে কানাডা। সেই দেশে মৃত্যুর ১৭২টি কেস পাওয়া গেছে। শুক্রবার লোকসভায় কেন্দ্র সরকার এই মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেছে। এছাড়াও ১৯ জন ভারতীয় ছাত্র বিদেশে হামলা এবং সন্ত্রাস-সম্পর্কিত ঘটনার কারণে মারা গেছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই পরিসংখ্যান তুলে ধরেন। সেই তথ্য অনুযায়ী আমেরিকায় ১০৮, ব্রিটেনে ৫৮, অস্ট্রেলিয়া ৫৭, রাশিয়ায় ৩৭, জার্মানিতে ২৪, ইউক্রেনে ১৮। পাশাপাশি জর্জিয়া, কিরগিস্তান, সাইপ্রাসে ১২ ও চীনে ৮ জনের মৃত্যু হয়েছে।
দেখুন অন্য খবর-