লখনউ: মহাকুম্ভ (Mahakumbh) ২০২৫ উপলক্ষ্যে তীর্থযাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Rail)। উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে মেলা। মহাকুম্ভ উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়।
রিং রেল রুটে (Ring Rail Route) ৫৬০ সহ আরও তিনহাজার অতিরিক্ত স্পেশাল ট্রেন (Special Train) চালাবে ভারতীয় রেল। ৯টি স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে।
উত্তর মধ্য রেলওয়ে জানিয়েছে ৯টি স্টেশন থেকে টিকিট কাটা যাবে। স্টেশনগুলি হল যথাক্রমে প্রয়াগরাজ জংশন, নাইনি, চেওকি, প্রয়াগরাজ জংশন, সুবেদারগঞ্জ, ফাফামাউ, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ সঙ্গম এবং ঝুসি। ভ্রমণের সুবিধায় ১৫ দিন আগে পর্যন্ত টিকিট বুক করা যেতে পারে।
আরও পড়ুন: বর্ষবরণে অতিথি হতে চান, নজর কাড়ল কলকাতা পুলিশের নয়া পোস্ট
মহাকুম্ভ চলাকালীন ১০ হাজার নিয়মিত পরিষেবা ছাড়াও তিন হাজার বিশেষ ট্রেন মোট ১৩ হাজার ট্রেন চালাবে ভারতীয় রেল।
অতিরিক্তভাবে, প্রয়াগরাজ-অযোধ্যা-বারানসী-প্রয়াগরাজ, প্রয়াগরাজ সঙ্গম-জৌনপুর-প্রয়াগ-প্রয়াগরাজ, গোবিন্দপুরী-প্রয়াগরাজ-চিত্রকূট-গোবিন্দপুরী, এবং ঝাঁসি-গোবিন্দপুরী-মহারাজপুরী-রাজপুরী-কোটি রুট কভার করে রিং রেল রুটে ৫৬০টি ট্রেন চলবে।
নিরাপত্তা নিশ্চিত করতে, RPSF (রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স) এবং SRP (স্টেট রিজার্ভ পুলিশ) এর ১৮ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে।
নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য, প্রয়াগরাজ জংশনে এআই সিস্টেম সহ ১,১৮৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চিকিৎসা পরিষেবায় থাকছে ৬ শয্যা বিশিষ্ট পর্যবেক্ষণ ঘর, অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর, ইসিজি মেশিন, গ্লুকোমিটার, নেবুলাইজার, স্ট্রেচারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিপুল সংখ্যক দর্শনার্থীর থাকার জন্য এক লক্ষ ৬০ হাজার তাঁবু, এক লক্ষ টয়লেট নির্মাণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতায় ১৫ হাজার স্যানিটাইজেশন কর্মী মোতায়েন করা হয়েছে। জলের চাহিদা মেটাতে ১২৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে।
মহাকুম্ভে নয়টি স্থায়ী ঘাট, সাতটি নদীর সামনের রাস্তা এবং ১২ কিলোমিটার বিস্তৃত অস্থায়ী ঘাটও থাকবে। পরিষেবায় সাতটি বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সোলার ও এলইডি লাইট দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বিস্তৃত এলাকা।
দেখুন অন্য খবর-