পিঠের পেশীতে সমস্যা কাটিয়ে আবার অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি। পিঠের অস্বস্তির জন্য ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেননি ভারতীয় অধিনায়কটি। আর দলের সহ-অধিনায়ক ? তিনিও সেই প্র্যাকটিস ম্যাচটি খেলতে পারেননি। তাঁর সমস্যা ছিল – হামস্ট্রিংয়ের চোট। ৩৩ বছরের অজিঙ্কা রাহানে প্রথম টেস্টের আগেই আবার পুনরায় অনুশীলন শুরু করবেন রাহানে। প্রথম টেস্ট শুরু ৪ আগস্ট।
রাহানে দলের শুধু একজন অভিজ্ঞ ব্যাটসম্যানই নন, অন্যতম লিডারও। তাঁর মজবুত রক্ষণও ব্যাটিংয়ের শক্তি। যা প্রতিপক্ষ সমীহ করে চলে। টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতেই চাইছে না। তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যন্ত্রণা আর ফোলা ভাব কাটাতে। এই চোটটা পান, ডারহামে দলের প্র্যাকটিস চলাকালীন।
দলের সূত্র থেকে জানা গেছে, অজিঙ্কা নেট সেশন শুরু করে দিয়েছেন। তবে ফিল্ডিং বা পুরো দস্তুর ফিজিক্যাল ট্রেনিংয়ে অংশ নেন নি। অভিজ্ঞতার বিচারে এই টেস্ট দলে, কোহলি আর পূজারার সঙ্গে আছেন রাহানেও।
টিম ম্যানেজমেন্ট আশাবাদী, রাহানে প্রথম টেস্টের আগেই পুরো সুস্থ হয়ে উঠতে পারবেন। হাতে এখনও এক সপ্তাহ সময়। ইংল্যান্ডের ভারতীয় দলের থিঙ্ক ট্যাংক ইতিমধ্যে শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর আর আভেশ খান চোটের জন্য দেশে ফিরে যাওয়ায়, ডাকা হয়েছে – পৃথ্বী শাহ, সূর্যকুমার যাদবকে।
আরও পড়ুন: England Tour: কোভিড বিধির সমালোচনায় শাস্ত্রী, অনুশীলনে মগ্ন কোহলিরা
যদিও এখনও জানা যায়নি, পৃথ্বী আর সূর্যকুমার কবে ইংল্যান্ডে পৌঁছবেন। সেখানকার ১০ দিন কোয়ারেন্টিনে থাকার নিয়মের আরোপিত হলে , ৪ অগষ্ট শুরু হওয়া প্রথম টেস্টে খেলা সম্ভব নয়। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে ইংল্যান্ড পৌঁছে যাবেন তাঁরা শ্রীলঙ্কা থেকে। কে এল রাহুল সেক্ষেত্রে খেলতে পারেন অজিঙ্কা না খেলতে পারলে।
ছবি: সৌ – টুইটার