কলকাতা: হকিতেও পাকিস্তানের উপর আধিপত্য বজায় রাখল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) চির-প্রতিদ্বন্দ্বীদের ২-১ ফলে হারাল হরমনপ্রীত সিংয়ের দল (Harmanpreet Singh)। অধিনায়ক হরমনপ্রীত জোড়া গোল করলেন। এই জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত রয়ে গেল ভারত।
গ্রুপ পর্বের এই ম্যাচে অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী ভারত ফেভারিট ছিল। কিন্তু ম্যাচের শুরুতেই অঘটন। প্রথম কোয়ার্টারেই ১-০ এগিয়ে যায় পাকিস্তান। ভারতীয় রক্ষণের ভুলে গোল করে দেন পাকিস্তানের আহমদ নাদিম (Ahmad Nadeem)।
আরও পড়ুন: বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ ISL অভিযান শুরু ইস্টবেঙ্গলের
তবে দ্রুত প্রত্যাঘাত করে ভারত। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে ঠান্ডা মাথায় শক্তিশালী ড্র্যাগ ফ্লিকের সাহায্যে ১-১ করেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টার শুরু হতে চাপ বাড়ায় ভারত। গোলও আসে দ্রুতই। পেনাল্টি স্পট থেকে ২-১ করেন অধিনায়ক।
Mr. Reliable @13harmanpreet 🌟
The Indian captain scores a thunderous penalty corner to level the score at 𝟏-𝟏 🚀#SonySportsNetwork #INDvsPAK #ACT2024 #HockeyIndia | @TheHockeyIndia @asia_hockey @FIH_Hockey pic.twitter.com/N18dUGxQCF
— Sony Sports Network (@SonySportsNetwk) September 14, 2024
তৃতীয় কোয়ার্টারে চাপ বাড়ানোর চেষ্টা করে পাকিস্তান। নাদিম এবং আজাজ আহমদ ভারতের রক্ষণের বিপদের সঞ্চার করছিলেন, কিন্তু সহ-খেলোয়াড়দের সাহায্য পাননি। ভারতের রক্ষণও দাঁতে দাঁত চেপে আক্রমণ করতে থাকে। হাঁটুতে চোট পেয়ে আবুবকর মাহমুদ মাঠ ছাড়াও আরও সমস্যায় পড়ে পাকিস্তান।
শেষ কোয়ার্টারে ম্যাচের আবহাওয়া গরম হয়ে ওঠে। সুখজিত সিংকে কড়া ট্যাকল করেন ওয়াহিদ আশরাফ রানা। তা নিয়ে রানার সঙ্গে বিবাদে জড়ান হরমনপ্রীত। হলদু কার্ড দেখে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় রানাকে। এদিকে ম্যাচের একেবারে শেষ লগ্নে ফাউল করে পাঁচ মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় ভারতের মনপ্রীত সিংকেও। শেষ পর্যন্ত জয়ী দল হিসেবে মাঠ ছাড়ে ভারতের হকি দল।