কলকাতা: ইরানকে কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। এমনই হুঁশিয়ারি শোনা গেল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের তরফে। ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে আইডিএফ। পাল্টা হামলা হলে ইজরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানও।
ইজরায়েলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সাতটি ফ্রন্টের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজা, ইরান ও লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে থাকা ইরানি সমর্থিত গোষ্ঠীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। আইডিএফ সূত্রে খবর, তারা উল্লেখযোগ্য হামলা চালাতে চায়। তবে হামলার ধরন কী হবে তা স্পষ্ট করে বলা হয়নি।
আরও পড়ুন: ইজরায়েলে বন্দুকবাজের হামলা, নেপথ্যে কি ইরান?
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইজরায়েল আগ্রাসন চালালে এবার আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যে কোনও আক্রমণের জন্য আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ পরিষ্কার। প্রতিটি হামলার জন্য, ইরান থেকে অনুরূপ প্রতিক্রিয়া হবে। এমনকি আরও শক্তিশালী হবে।
দেখুন আরও অন্যান্য খবর: