বর্ধমান: মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের (Hunger Strike of Junior Doctors of Burdwan Medical College) ১২ ঘণ্টার প্রতীকী অনশন। সাদা শান্তির প্রতীক, সেই প্রতীকে লেগেছে রক্তের দাগ। সেই কারণে বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) সাদা এপ্রোনে রক্তের দাগ লাগিয়ে ১২ ঘন্টা প্রতীকী অনশনে বসেছেন। সিবিআই তদন্তের উপর তারা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে কর্মরত জুনিয়র ডাক্তাররের দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। অভয়ার বিচার চেয়ে প্রায় দুমাস ধরে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গত শনিবার থেকে অনশনে জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র ডাক্তার সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে গণ ইস্তফা ৫০ সিনিয়রের
গত কয়েকদিন আগে সরকারের প্রতিশ্রুতির পর তারা কর্মবিরতি তুলে আন্দোলনে ফিরেছিল। কিন্তু সাগরদত্তের ঘটন পর তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরে ছিল। গত শনিবার থেকে অনশনে জুনিয়র ডাক্তাররা। জুনিয়ার ডাক্তারদের দাবি, তাদের সমস্ত দাবি মানতে হবে এবং অভয়ার বিচার অবিলম্বে হয় সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। হাসপাতালে ভয় পরিবেশ দূর করতে হবে, চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। যতদিন না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততদিন তারা অনশন আন্দোলন চালিয়ে যাবেন। তাদের প্রতি সম্মান জানাতে ন্যায়বিচার পেতে ১২ ঘন্টার প্রতিকী অনশনে বসল বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়ে দিলেন, সিবিআই যে তদন্ত করছে তার উপর তারা সন্তুষ্ট নয়। অন্তর্বর্তী চার্জশিট দিলেও ফাইনাল চার্জশিটে যেন যারা ওই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের যেন প্রত্যেকের নাম থাকে। পাশাপাশি সরকারকে এও হুঁশিয়ারি দিলেন যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছেন ততদিন তাদের এই আন্দোলন চলবে।
অন্য খবর দেখুন