কলকাতা: বছরের একেবারে শেষ লগ্ন পৌঁচ্ছে গিয়েছি। সকলেই এখন ফেস্টিভ মুডে। বর্ষবরণের আগেই ফুল হলিডে মুডে হৃতিক রোশান (Hrithik Roshan)। প্রেমিকা আর প্রাক্তন স্ত্রীকে নিয়ে দুবাইতে ছুটি কাটাচ্ছেন হৃতিক! স্যোশাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
বলিউডের পাওয়ার কাপল ছিলেন হৃতিক-সুজান (Sussanne Khans)। ১০ বছর আগেই হৃতিক-সুজান নিজেদের ১৪ বছরের দাম্পত্যের ইতি টেনে ছিলেন। তবে বিচ্ছেদের পরও বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করছেন তাঁরা। এই মর্ডান ডে ফ্রেন্ডশিপ থেকে অবশ্য অনেকেই ভুরু কুঁচকায়, নাকসিট কায়! কিন্তু সেই সব সমালোচনাকে পাত্তা দেন না তারা। দুজনেই নতুন প্রেম সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। হৃতিক-সুজান-সাবা (Saba Azad) আর আরসালানের বন্ডিং দেখলে অনেকেই প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে।
আরও পড়ুন: ‘অভিনেতাদের ফাঁপা দেমাক ছাড়তে হয়’ কেন বললেন স্বস্তিকা
২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে হৃতিক। দুবাইতে কাছের মানুষদের নিয়ে ছুটির মরসুম উপভোগ করতে ওয়ার ২ এর ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের করেছেন তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান তাঁর প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে অভিনেতাকে। সোমবার, সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
অন্য খবর দেখুন