কলকাতা: কিছুদিন আগে সরকারের দেওয়া ট্যাবের টাকা স্টুডেন্টস অ্যাকাউণ্ট থেকে গায়েব হওয়া নিয়ে হইচই পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। জানা যায়, পূর্ব বর্ধমানের পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যায় উত্তর দিনাজপুরের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
তবে এই প্রথম নয়, ২০২২ সালেও একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য কী উঠে এসেছিল? কীভাবে ট্যাবের টাকা আত্বসাৎ হয়েছিল? সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট এবার তলব করলেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। গোটা ঘটনার তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বর্ধমান মেডিক্যালের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট
উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য।
২০২২ সালের ট্যাব কেলেঙ্কারি ঘটনায় উত্তর দিনাজপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। অবশ্য পরে তারা জামিনে ছাড়াও পেয়ে যান। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ঘটনার স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হল কলকাতা পুলিশের কাছ থেকে।
দেখুন অন্য খবর: