কলকাতা: মার্কিন সেনার এয়ারক্রাফট বহনকারী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনে (Abraham Lincoln) ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করল হুথি (Houthi)। ইয়েমেনের (Yemen) শিয়া ইসলামপন্থী রাজনৈতিক এবং সামরিক সংগঠন বলছে, তারা আমেরিকার দুটি ডেসট্রয়ারও ধ্বংস করেছে।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া মঙ্গলবার জানান, জোড়া আক্রমণ আট ঘণ্টা ধরে চলেছে এবং তাঁদের দেশে ব্রিটিশ-মার্কিন সামরিক আগ্রাসনের জবাব এবং প্যালেস্টাইন (Palestine) এবং লেবাননের (Lebanon) জনগণের সমর্থনে ছিল এই হামলা। লোহিত সাগর এলাকার পরিস্থিতি যুদ্ধকালীন হয়ে ওঠার জন্য আমেরিকা এবং ব্রিটেনকেই দোষী সাব্যস্ত করেছেন হুথির মুখপাত্র। তিনি আরও বলেন, ইজরায়েল যতদিন না গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করবে, ততদিন তাঁরা হামলা চালিয়ে যাবেন।
আরও পড়ুন: মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে ৯ করছে ইরাক!
মঙ্গলবারই নামপ্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক সরকারি সামরিক সূত্র জানিয়েছিলেন, আমেরিকার দুটি আলাদা ড্রোন আক্রমণে মধ্য আল-বাইদা প্রভিন্সে ১০ জন হুথি সদস্য প্রাণ হারিয়েছে। হুথিদের পরিচালিত টিভি চ্যানেল আল-মাশিরাও মার্কিন ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে। আমেরিকান যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনের উপর ইয়েমেনি সংগঠনের হামলা তারই প্রত্যাঘাত।
দেখুন অন্য খবর: