হকি ইন্ডিয়া ঘোষণা করেই দিয়েছে। পুরুষদের যুব জুনিয়র বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখার অনুমতি মিলছে না দর্শকদের। খেলা শুরু ২৪ নভেম্বর। আয়োজক ভারত। কলিঙ্গ স্টেডিয়ামে ১৬ দেশের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ ডিসেম্বর।
দেশে কোভিড-১৯ অতিমারি সামলাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়
কিন্তু বিসিসিআই কি করবে?
টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই নিউজিল্যান্ড ভলে আসবে ভারতে। ৩টি টি-টোয়েন্টি ম্যাচ আর ২ টি টেস্ট খেলবে।প্রথম ম্যাচ জয়পুরে-১৭ নভেম্বর। তৃতীয় ম্যাচ ইডেনে-২১ নভেম্বরে।
ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২১নভেম্বর।
তার ঠিক ৩টি দিন পরই ভুবনেশ্বরে শুরু হচ্ছে পুরুষদের যুব বিশ্বকাপ হকি। সেখানে দর্শক থাকবে না মাঠে। ওড়িশার পাশেই বাংলা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই নাকি হকি ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইকেও আলোচনা সারতে হবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মেনে চলছে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ।
The FIH Odisha Hockey Men’s Junior World Cup bursts into vibrant life in Bhubaneswar, India in just 30 days from now! #RisingStars
Who will you be rooting for?
Know more about the tournament here ?
— International Hockey Federation (@FIH_Hockey) October 25, 2021
দেশে করোনার তৃতীয় প্রভাব বাড়ছে। পাল্লা দিয়ে তা বেড়ে চলেছে এই বাংলায়ও।গুয়াহাটিতে এই মরশুমের প্রথম টুর্নামেন্ট (টি-টোয়েন্টি) মুস্তাক আলি ট্রফির খেলা শুরু ৪ নভেম্বর। আজই উত্তর-পূর্ব ভারতের এই শহরে সব দল পৌঁছে যাওয়ার কথা। বাংলা দলও পৌঁছে কোয়ারিন্টাইনে থাকবে। কিন্তু বেকায়দায় পড়ে গেছে মুম্বই দল। রওনা হওয়ার ঠিক আগে জানা যায়, নির্বাচিত ৪ ক্রিকেটার কোভিড পজিটিভ হয়ে পড়েছেন। আরটিপিসিআর টেস্ট করা হয় সকলো ক্রিকেটারদের।
এমন পরিস্থিতির মধ্যে ভারত-নিউজিল্যান্ড সিরিজ দেশের বি্ভিন্ন প্রান্তে হলেও, গ্যালারি খালি রেখেই ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা প্রবল।
ফাইল চিত্র।