পেরু: মহাভারতের শেষে যখন পান্ডবরা স্বর্গে যাচ্ছিলেন, তখন তাঁদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল একটি কুকুর। এই গল্প আমাদের অনেকেরই জানা। বাস্তব জীবনেও কুকুর হল মানুষের প্রথম ও প্রধান পোষ্য। তবে এবার একটি পথ-কুকুর পাহাড়ে হারিয়ে যাওয়া একজন পর্বতারোহীকে রাস্তা চিনিয়ে বাড়ি ফিরিয়ে আনল। ১৫,০০০ ফুট উচ্চতায় ঘটে যাওয়া এই ঘটনা আমাদের দাপর যুগের শেষ সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সম্প্রতি, ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। এই ভিডিওতে দেখা গেছে, এক পর্বতারোহী বরফে ঢাকা পেরুর পর্বতে দিকভ্রান্ত হয়ে পড়েন। দিশাহীন অবস্থায় তিনি হঠাৎ দেখতে পান একটি পথ-কুকুর তাঁর দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন তিনি।
আরও পড়ুন: স্বামীর ঘর করতে এসে লন্ডনে খুন দিল্লির মেয়ে
এই ভিডিওতে কুকুরটিকে উদ্দেশ্য করে ওই পর্বতারোহী বলেন, “তুমি এখানে কী করছ? এত উঁচুতে কীভাবে এলে?” এরপর তিনি জানান, নিজের গাইডকে হারিয়ে ফেলার পর এখন এই কুকুরই তাঁর নতুন গাইড। কুকুরটিকে পথ দেখানোর অনুরোধ জানিয়ে তিনি তার পেছনে হাঁটা শুরু করেন। কিছুক্ষণ পর তিনি কুকুরটিকে ফের হারিয়ে ফেলেন। তবে ওই রাস্তায় এগিয়ে যেতেই তিনি আবার কুকুরটিকে খুঁজে পান। শেষ পর্যন্ত ওই কুকুর এবং পর্বতারোহী সঠিক পথ খুঁজে পায় এবং ক্যাম্পে পৌঁছয়।
A British tourist lost 15,000ft up in Peruvian mountains describes how a stray dog ‘appeared from the fog’ and led him to his destination.
[📹 elgueroingles]pic.twitter.com/vtL6QMudmf
— Massimo (@Rainmaker1973) November 18, 2024
ভাইরাল হওয়া এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওর কমেন্ট বক্স নানান মজার মন্তব্যে ভরে উঠেছে। একজন নেটিজেন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, “আমার সাথেও এমনটা ঘটেছিল রাশিয়ায়। পাহাড়ে উঠার সময় ভারী কুয়াশায় পথ হারাই। একটি আবহাওয়া স্টেশনের পাশে একটি কুকুর দেখা যায়। পরে সেটি ভয়ানক আবহাওয়ার মধ্যেও আমাকে নিরাপদে নিচে নামিয়ে নিয়ে আসে। সত্যিই অসাধারণ ছিল সেই মুহূর্ত।”
দেখুন আরও খবর: