কলকাতা: মধ্যপ্রাচ্য়ে উত্তপ্ত পরিবেশ। শুক্রবার লেবাননে (Lebanon) বেইরুটে ফের হামলা চালায় ইজরায়েলের (Israel)। এর জেরে হিজবুল্লাহর একাধিক কমান্ডারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর পাল্টা হমলা চালালো হিজবুল্লাহ। শুক্রবার গভীর রাতে বেইট হিলেলে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের চপারে একের পর এখ ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লা। এর জেরে পিছু হটতে বাধ্য হয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। তবে ক্ষেপণাস্ত্র চপারে আঘাত করেছে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি হিজবুল্লাহ। অন্যদিকে আইডিএফের তরফেও এই হামলার বিষয়ে কিছু প্রতিক্রিয়া মেলেনি।
লেবাননে এখনও পর্যন্ত আহত হয়েছেন ৯ হাজার ৩৮৪ জন। গত দুই সপ্তাহে ১০ লক্ষের বেশি মানুষকে সরাতে হয়েছে। অনেকে সিরিয়ায় আশ্রয় নিচ্ছেন বলে জানা যাচ্ছে। ইজরায়েলের (Israel) ভূখণ্ডে উচ্চগতির ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে ইরান (Iran) ইজরায়েলকে কটাক্ষ করে বলে, এগুলি হাইপারসনিক মিসাইল। পারলে থামাও। এক বার্তাতেই ইরানের সক্ষমতার জানান দিল দেশটি। ইরানের দাবি, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে তারা। ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে বলে দাবি ইরানের। ইতিমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
আরও পড়ুন: লেবাননে ফের হামলা ইজরায়েলের