আলিপুরদুয়ার: মঙ্গলবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলছে ডুয়ার্সে (Dooars Heavy Rain)। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Heavy Rain)। ফুঁসছে একাধিক নদী। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার সর্বত্র বৃষ্টি হচ্ছে। আর ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসা বিভিন্ন খরস্রোতা নদী গুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। লাগাতার ভারীবৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় ধস নেমেছে। বহু জায়গায় নদীর ভাঙন দেখা গিয়েছে। যার জেরে ক্ষতিগ্ৰস্থ এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতির মাঝে আবারও দুর্যোগের পূ্র্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
বর্যায় মানুষকে পাহাড়ে যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বর্যায় কেউ পাহাড়ে যাবেন না। ওই সময় অ্যাডভেঞ্চার না করাই ভালো। ভারী বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিস্তৃর্ণ এলাকা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে গ্যারগেণ্ডা চা বাগানে বাঙরি নদীর ভাঙন শুরু হয়েছে আর এই ভাঙনের ফলে চিন্তিত এলাকার বাসিন্দারা। কালচিনি ব্লকের নিমতি বালুডাঙায় কালজানি নদীর ভাঙন শুরু হয়েছে। এলাকার বাসিন্দাদের কৃষি জমি কালজানি নদী গর্ভে চলে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে বাসরা নদীর জলস্তর বেছেড়ে। বাসরা নদীর ভাঙনে ক্ষতিগ্ৰস্থ সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান। ইতিমধ্যে কয়েক একর চা গাছ নদী গর্ভে চলে গিয়েছে।
আরও পড়ুন: সরকারি জমিতে বিজেপি নেতার অবৈধ নির্মাণ, চলল বুলডোজার
কুমারগ্ৰাম ব্লকের বেলতলা এলাকায় রায়ডাক নদীর জল বৃদ্ধি পেয়েছে পাশাপাশি শুরু হয়েছে ভাঙন। রায়ডাক নদীর ভাঙনে এলাকার বাসিন্দাদের জমি ও খেলার মাঠ চলে যেতে বসেছে গ্ৰামবাসীরা বাঁশ ও বালি বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করেছে। এছাড়া আলিপুরদুয়ার জেলার দলসিঁপাড়া, জয়ঁগা, শিশামাড়া, ভাটিবাড়ি, মাঝিরডাবরি সহ বিস্তর এলাকায় ভাঙনে ক্ষতিগ্ৰস্থ বাসিন্দারা।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলো। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়ার আশঙ্কা। ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে।
অন্য খবর দেখুন