নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছল ডিএ মামলা (West Bengal DA Case) শুনানি। দীর্ঘ চারমাস পর সোমবার শীর্ষ আদালতে শুনানি ছিল ডিএ মামলার। কিন্তু এদিনও এই মামলা শুনল না সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, চারমাস পর এই মামলার শুনানি হবে। দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে ডিএ-র দাবিতে আন্দোলন করে আসছেন। এই দাবিতে স্যাট থেকে শুরু করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) হয়ে সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে দফায় দফায় শুনানি পিছিয়ে যাচ্ছে। তবু রাজ্য সরকারি কর্মচারীরা আদালতে দিকে তাকিয়ে রয়েছেন।
অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)