কলকাতা: একের পর এক নজির গড়ে চলেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে হোলস্টেন কিয়েনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। ৭, ৪৩ এবং ৯০+১ মিনিটে গোল করে বুন্দেশলিগায় পঞ্চম হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। পাঁচ নম্বর হ্যাটট্রিক করতে ৩৫টি ম্যাচ লাগল তাঁর যা জার্মান ফুটবল লিগের রেকর্ড। এত কম সংখ্যক ম্যাচে এই নজির কারও নেই।
এতকাল এই রেকর্ড যাঁর দখলে ছিল সেই রুডলফ ব্রুনেনমেয়েরের পাঁচটা হ্যাটট্রিক করতে লেগেছিল ৬১ ম্যাচ। বর্তমানে তৃতীয় স্থানাধিকারী উয়ে সিলার নিয়েছিলেন ৬৭ ম্যাচ। কিংবদন্তি জার্মান স্ট্রাইকার গার্ড মুলারের লেগেছিল ১১৩ ম্যাচ। হ্যারি কেন মাত্র ৩৫ ম্যাচেই করে ফেললেন।
আরও পড়ুন: বার্সেলোনায় ফিরবেন মেসি! প্রস্তুত হচ্ছে ক্যাম্প নৌ
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচ খেলেছেন কেন। মাইলস্টোন ম্যাচ জোড়া গোলে স্মরণীয় করে রেখেছিলেন তিনি। শততম ম্যাচে জোড়া গোল করা প্রথম ইংলিশ ফুটবলার তিনিই। ওয়েন রুনি তাঁর শততম ম্যাচে একটি গোল করেছিলেন।
ওই ম্যাচের আগের দিনই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ইংল্যান্ড জার্সিতে ১০০ গোল করা। তিনি বলেছেন, “কেউ কেউ বলবে যে এই লক্ষ্য অবাস্তব। কিন্তু ৭০-৮০ গোলেই সন্তুষ্ট থাকার থেকে অবাস্তব কোনও কিছুর পিছনে ছুটে তা পূর্ণ করতে না পারা আমার কাছে শ্রেয়।”