কলকাতা: দুর্ঘটনাস্থল সেই রাঙাপানি (Rangapani)! কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার দেড় মাসের মধ্যে রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি (Goods Train Derailed)। দেড় মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ফাঁসিদেওয়ার রাঙাপানিতে। বুধবার সকালে ওই এই একই জায়গায় লাইনচ্যুত হল তোল বোঝাই মালগাড়ির দুটো কামরা। দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে ব্যাহত রেল পরিষেবা। রেলের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। বাতিল বেশকিছু ট্রেন। একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা।
আরও পড়ুন:পুলিশের জালে অস্ত্র কারবারী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
মঙ্গলবার ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়ে পড়ে হাওড়াগামী মুম্বই মেলের ১৮টি কামরা। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দক্ষিণ-পূর্ব রেল। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। এই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের লাইনচ্যুত মালগাড়ি। সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। পণ্যবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়, কেউ আহত হয়নি। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। কয়েকদিনের ব্যবধানে একের পর এক রেল দুর্ঘটনা। রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বারংবার রেল দুর্ঘটনায় (Rail Accident) যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিষেবায় গলদের অভিযোগে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা।
অন্য খবর দেখুন