নয়াদিল্লি: মণিপুরে (Manipur) ব্যর্থ বিজেপি (BJP) সরকার। সে রাজ্যে রয়েছে বিজেপির সরকার। আবার কেন্দ্রেও রয়েছে বিজেপির জোট সরকার। মণিপুরে বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে শান্তি চুক্তির (Peace Agreement) ঘোষণা করে স্থিতাবস্থা ফিরেছে দাবি করার ২৪ ঘণ্টার মধ্যে ফের সেখানে হিংসার ছবি সামনে এল। মেইতেই বস্তিতে গুলি চলল। মণিপুরের জিরিবামে মেইতেই পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়া হল। লালপানি, জিরিবামে বাঙালি অধ্যুষিত এলাকায় এই ঘটনা ঘটেছে। সিআরপিএফ ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় মেইতেই ও হামার গোষ্ঠী ওই জেলাতে শান্তি ফিরিয়ে আনার চুক্তির ঘোষণার একদিন পরে শুক্রবার রাতে এই ঘটনা। উল্লেখ্য, গতবছরের মে মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় দীর্ঘদিন উত্তপ্ত ছিল মণিপুর। ২০০ জনেরও বেশি প্রাণ হারান তাতে। অনেকে ঘরছাড়া।
তবে জিরিবামের এসপি এম প্রদীপ সিং বলেন, আমরা সেখানে একটি সিআরপিএফের টিম পাঠিয়েছি। ওই ঘটনায় প্ররোচনা ছিল। তবে হিংসা ছড়ানোর আগেই আমরা তা নিয়ন্ত্রণে এনেছি। এই ধরনের ঘটনা এড়াতে কী করা যায় সেজন্য আমরা বিভিন্ন বৈঠক করছি। একটা অংশের মানুষ শান্তি চায় না। তারা এসব করছে। আমরা এটা রোধ করতে কী করা যায় তার উদ্যোগ নিচ্ছি।
আরও পড়ুন: কুয়ে নদীর বাঁধ ছাপিয়ে ঢুকছে জল, সতর্ক বীরভূম জেলা প্রশাসন
এদিকে ঘটনায় রাজনৈতিক মহলেও শোরগোল পড়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিংসার ঘটনার পর থেকে তিনবার মণিপুর গিয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরে হিংসার ঘটনার পর থেকে সে রাজ্যে যাননি। তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আরও খবর দেখুন