নয়াদিল্লি: দিল্লিতে আগামী বছরে বিধানসভা নির্বাচন (Election)। ২০২৫ এর ভোটের (Vote) আগে বিজেপির (BJP) চাপ বাড়িয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা কেজরিওয়ালের (Arvind Kejriwal)। এবার বর্ষবরণের আগেই ধমাকা আপ সরকারের।
এবার ‘পূজারী গ্রন্থি সম্মান যোজনা’ (Pujari Granthi Samman Yojana) নয়া প্রকল্পের ঘোষণা কেজরিওয়ালের। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো কেজরিওয়াল। কেজরি জানিয়েছেন, এই প্রকল্পের লক্ষ্য মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের ‘গ্রন্থিদের’ প্রতি মাসে ১৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের নাম পূজারী গ্রন্থি সম্মান যোজনা’। দেশের মধ্যে প্রথম কোনও রাজ্যে এই ধরনের প্রকল্প শুরু হচ্ছে।
আরও পড়ুন-জামিন অযোগ্য অভিযোগ, গ্রেফতার বাধ্যতামূলক নয়: দিল্লি হাইকোর্ট
কেজরি বলেন, পুরোহিতরা মন্দিরে তাঁদের বংশ পরম্পরায় পুজোর্চ্চনা করে ঐতিহ্য পালন করে থাকেন। কিন্তু তারা অবহেলিত। তাদের ও তার পরিবার সমাজে কোনও গুরুত্ব পায় না। কেজরি আরও জানিয়েছেন, মঙ্গলবার ৩১ ডিসেম্বরে আগেই রেজিস্ট্রেশন শুরু হবে। আমি আগামীকাল নিজে কনট প্লেসের হনুমান মন্দিরে রেজিস্ট্রেশন কর্মসূচীতে থাকব।
উল্লেখ্য, এর আগে কেজরিওয়াল ঘোষিত ‘মহিলা সম্মান যোজনা’ ও প্রবীণদের জন্য সঞ্জীবনী প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন শুরু করেছেন আপ কর্মীরা।
দেখুন অন্য খবর-