ঘাটাল: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বঙ্গ জুড়ে দুর্যোগ অব্যাহত। বিগত কয়েকদিন ধরেই দিনভর দফায় দফায় ভারী বৃষ্টিতে প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের (Ghatal Block) মনসুকা এলাকা ঝুমি নদীর জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। রাস্তাঘাট জল উঠে গিয়েছে, কোনও রকমে স্থানীয়রা জল পেরিয়ে যাতায়াত করছে।
একদিকে নিম্নচাপের বৃষ্টি অন্যদিকে হুগলির দ্বারকেশ্বর নদীর (Dwarkeswar River) জলের চাপে লাফিয়ে লাফিয়ে জল বাড়ছে ঘাটালের (Ghatal) ঝুমি নদী (Jhumi River)-তে। শুক্রবারই ঝুমি নদীর উপর পারাপারের সাতটি বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫০টিরও বেশি গ্রাম। নৌকো চড়ে কোনওরকমে চলছে ঝুমি নদীতে পারাপার।
আরও পড়ুন: জুতো, মিড মিলের ব্যাগ হাতে কাদামাটির রাস্তা পারাপার শিক্ষকদের
ঝুমি নদীর জল বেড়ে যাওয়ায় ঘাটালের খড়ার থেকে মনসুকা যাওয়ার যে গ্রামীণ সড়ক রাস্তা, সেটাও প্লাবিত হয়েছে, ফলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে ঘাটালের শিলাবতী, কেঠিয়া সহ একাধিক নদীতে হুহু করে বাড়ছে জলস্তর। স্থানীয় সূত্রে খবর, শিলাবতী নদীর জল আরও বাড়লে প্লাবিত হতে পারে ঘাটালের বিস্তীর্ণ এলাকা।
আরও খবর দেখুন