কলকাতা: শিয়ালদহ ইএসআই হাসপাতালে (Sealdah ESI Hospital) বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১। মৃতের নাম উত্তম বর্মণ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে প্রাথমিক অনুমান পুলিশের। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও দুজন। মানিকতলা ইএসআইতে এই মুহূর্তে চিকিৎসাধীন তাঁরা।
জানা গিয়েছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ দোতলায় মেল সার্জিক্যাল বিভাগে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সকাল সাতটার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে রোগীদের উদ্ধার করে দমকল বাহিনী।
আরও খবর পড়ুন: শিয়ালদহ ইএসআইয়ে বিধ্বংসী আগুন
হাসপাতাল সূত্রে খবর, মেল ওয়ার্ডের ৮০ জন পেশেন্ট ভর্তি ছিলেন। তাদের তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের নিচের তলায়। ঘটনাস্থলে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লাগে। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে দেখা হবে আগুন লাগার কারণ। আপাতত মেল ওয়ার্ডে ভর্তি রোগীদের অবস্থা স্থিতিশীল। ঘটনায় একজন ক্যান্সার পেশেন্টের শারীরিক অবস্থার একটু অবনতি ঘটেছে বলে দাবি করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন মেল ওয়ার্ড থেকে ইমার্জেন্সিতে নিয়ে আসা পেশেন্টদের সকলের সঙ্গে এসে দেখা করে কথা বলেন দমকল মন্ত্রী নিজে।
দেখুন আরও খবর: