নদিয়া: আজ নতুন মোদি (Narendra Modi) সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। ২০২৪-২৫ সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে চাষিরা? কতটা খুশি তাঁরা? কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন। এর আগেও তাঁদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার। তবে তার বাস্তবায়ন হয়নি এখনও। তবে কৃষাণ ক্রেডিট কার্ড সমন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য, এসব ভাঁওতা, ওই কার্ড করে কোনও লাভবান হয় না চাষিদের। তারাও ওই কার্ড করে এখনও কোনও সুযোগ সুবিধে পায়নি। তবে রাজ্যের সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাঁদের সাহায্যের হাত দিনের পর দিন বাড়িয়েছে তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাঁদের কথা কেন্দ্রের সরকার অনেক কথাই বলে তবে তার বাস্তবায়ন হয় না।
অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা দরকার ছিল। আগামী দিন ভয়ানক দিন আসছে। সোনার দোকানের মালিকের মতে, সোনা একটা স্বপ্ন। যেটা কিনতে সবাই চায়। সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে তাতে করে এবার মধ্যবিত্তের হাতের নাগালেই আসছে সোনা, রুপো। তবে সাধারণ মানুষও খুশি নন এই বাজেটে। তাঁরা জানাচ্ছেন, সরকার আজ সাধারণ মানুষের জন্য কিচ্ছু ভাবেনি। এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মোদী সরকার গদি বাজাতে আজকের বাজেট পেশ করেছে। বাংলার মানুষ আজ বঞ্চিতই থেকে গেল বাজেটে। এই বাজেট মানুষের বাজেট নয়। অপরদিকে বিজেপি বলছে, এটা মানুষের পাশে থাকার বাজেট। কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে।
আরও পড়ুন: হাসপাতালে রোগীর আত্মীয়কে মারধর অস্থায়ী কর্মীর
আরও খবর দেখুন