সাকিব মহম্মদকে ডাকা হল লর্ডস টেস্টের জন্য। কাল-বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। স্টুয়ার্ট ব্রড পায়ের কাফ মাসলে চোট। ফলে ১৫০ তম টেস্টটি খেলতে পারছেন না। ৩৫ বছরের ব্রড মঙ্গলবার অনুশীলনের সময় পা পিছলে পড়ে যান। স্ক্যান রিপোর্ট আসতেই জানা গেল চোট গুরুতর।ঘটনাটি ঘটার পর নিজের বাঁ পায়ে উপর ভর দিয়ে দাঁড়াতেই পারছিলেন না। এমনই গুরুতর চোট যে গোটা সিরিজ থেকেই সরে যেতে হল তাঁকে।
ব্রড প্রথম টেস্টের প্রথম ইনিংসটিতে একটিও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে কে এল রাহুলকে আউট করেন। তারপর আর বৃষ্টিতে ম্যাচ খেলাই হয়নি শেষদিন।১৪৯টি টেস্টে ৫২৪ উইকেট পেয়েছেন। টেস্ট উইকেট সংগ্রাহকের তালিকায় ছয় নম্বরে আছেন ব্রড।
আরও পড়ুন: IPL-2: সুর বদল, খেলবেন ইংল্যান্ড ক্রিকেটাররা
সাকিব মহম্মদ পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে সকলের নজর কাড়েন।চলতি টেস্ট সিরিজে দলে সুযোগ পেলেও,লর্ডসে তাঁর অভিষেক হওয়া নিয়ে সংশয় রয়ে গেছে। এই টেস্টে দলে এসেছেন, স্পিনার-অলরাউন্ডার মঈন আলি। আগের টেস্টে কাজে লাগেননি মার্ক উড। দ্বিতীয় টেস্টে জেমস অ্যান্ডারসনের সঙ্গে উডকে খেলতে দেখে যেতে পারে। যদিও অ্যান্ডারসনও ঊরুর পেশীতে চোট পেয়েছেন। ওল্লি রবিনসন খেলছেন। সাম কুরান অলরাউন্ডার হয়ে দলে থাকবেন।
চোট–আঘাতে জেরবার ইংল্যান্ড শিবির। জফ্রা আর্চার তো এই চলতি সিরিজ, আইপিএল পার্ট-টু এবং আসন্ন অ্যাসেজ সিরিজেও খেলতে পারবেন না। ওলি স্টোনও-আগামী ছ’মাস বল করতে পারবেন না। এরফলে সাকিবের সামনে টেস্টে অভিষেকের সুযোগ আসবেই।ভারতের বিপক্ষে না হলেও, অজিদের বিপক্ষে সেই সুযোগ পেয়ে যেতে পারেন।
সাকিব মহম্মদ পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট পান। জুলাইয়ে ইংল্যান্ড ৩-০ তে পাকিস্তানকে হারায়। জটিল পরিস্থিতিতে কোভিড সংক্রমনের জন্য ইংল্যান্ড দলে খেলার সুযোগ পান সাকিব। এরপর, টি- টোয়ান্টি সিরিজেও খেলেন।৪ টি উইকেটও পান।ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এবার ‘হান্ড্রেড টুর্নামেন্টে’ সাকিব সাফল্যের নিরিখে অন্যতম তারকা।
ছবি: সৌ-টুইটার