জলপাইগুড়ি: খাবারের লোভে লোকালয়ে হাতির (Elephant) হানা ধূপগুড়িতে (Dhupguri)। হাতির হানায় ক্ষতিগ্রস্ত ১টি বাড়ি।
বুনো হাতির হাতির তাণ্ডব অব্যাহত ধূপগুড়ি মহকুমায় অন্তর্গত সাঁকোয়াঝোরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি এলাকায়। বৃহস্পতিবার রাতের অন্ধকারে মোরাঘাট জঙ্গল থেকে একদল হাতি ওই গ্রামে ঢুকে সাহিল এক্কা নামে একটি আদিবাসী পরিবারের বাড়িতে হামলা চালায়। টিনের ঘর পুরো ভেঙে ফেলে হাতি। সেই চাল ডাল খাদ্য সামগ্রী সাবাড় করেছে। লাগাতার এভাবে বুনো হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। বন দফতরের কর্মীদের ফোন করা হলেও সময় মতো না আসার অভিযোগ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, কী লেখা দেখে নিন…
ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের দাবি তুলেছে। যদিও বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বন দফতরের কাছে ওই এলাকার হাতির তাণ্ডবের কোনও খবর নেই। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বন দফতরের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের জন্য আবেদন করলে ক্ষতিপূরণ পাবে বলেই বন দফতরের সূত্রে জানানো হয়েছে।
এদিন খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে যান সাকোয়াঝোরা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গোপাল চক্রবর্তী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গ্রাম পঞ্চায়েতের তরফে সামরিক ভাবে থাকার জন্যে ত্রিপল তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। গোটা ঘটনা নিয়ে তিনি বন দফতরের নিয়ম মেনেই ক্ষতিপূরণের পাইয়ে দিতে বন দফতরের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাবেন।
আরও খবর দেখুন