কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বিধায়ক জীবনকৃষ্ণকে (Jiban Krishna Saha) তলব ইডির (ED)। আগামী সোমবার আবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে ইডি। তবে বিধায়ক সোমবার হাজিরা দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, কোনও নোটিস পাননি বলেই জানিয়েছেন বিধায়ক।
আরও পড়ুন: বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন, বাতিল ট্রেন
২০২৩ সালের এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ। দীর্ঘ এক বছর জেলবন্দি থাকার পর ১৪ মে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। এবার একই মামলায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডি ডেকে পাঠাল। নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে।
দেখুন ভিডিও