কলকাতা: ঘরের মাঠে প্রথমার্ধে ২-০ এগিয়ে গিয়েও মুম্বই সিটির (Mumbai City) বিরুদ্ধে ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আজ বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তবে যুবভারতী নয়, বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল (Carles Cuadrat)।
ডুরান্ড কাপ থেকেই যেমন মোহনবাগানের রক্ষণে ছিদ্র ধরা পড়েছে, ইস্টবেঙ্গলের চিন্তাও সেই একই জায়গা নিয়ে। আইনি জটিলতায় খেলতে পারবেন না ভারতের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। বেঙ্গালুরুর আক্রমণ সামলাতে তাই সম্ভবত তিনজন সেন্টার ব্যাকে দল সাজাবেন কুয়াদ্রাত। রক্ষণের সেন্টার পিস হতে চলেছেন মোহনবাগানে এক মরসুম খেলা হেক্তর ইউস্তে (Hector Yuste)।
আরও পড়ুন: বার্সেলোনায় ফিরবেন মেসি! প্রস্তুত হচ্ছে ক্যাম্প নৌ
An overwhelming reception from #AmagoFans in Bengaluru! ❤️💛 (2/2)#JoyEastBengal #ISL #BFCEBFC pic.twitter.com/qzY9WgTjqo
— East Bengal FC (@eastbengal_fc) September 13, 2024
ইউস্তের সঙ্গী হতে পারেন আর এক বিদেশি হিজাজি মাহের এবং ভারতীয় লালচুংনুঙ্গা। মাঝমাঠেও দেশি-বিদেশি কম্বিনেশনে সল ক্রেসপো এবং জিকসন সিং খেলতে পারেন। কেরল থেকে আসা ২০২৩-২৪ আইএসএলের টপ স্কোরার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের উপর নজর থাকবে। আক্রমণে তাঁকে সঙ্গ দেবেন নন্দকুমার এবং ডেভিড।
প্রসঙ্গত, বেঙ্গালুরু বিরুদ্ধে লাল-হলুদের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। সেই ধারা অব্যাহত রাখতে চাইবেন কোচ কুয়াদ্রাত। শনিবার সন্ধে ৭.৩০টায় ম্যাচ শুরু। সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। ঠিকঠাক ইন্টারনেট পরিষেবা থাকলে বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন, সাবস্ক্রাইব করতে হবে না।