কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় সাংসদ দেব। ঘাটাল মহকুমা হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই একই ইউনিটের উদ্বোধন করলেন দেব। এতেই দেবকে নিশানা কুণালের। সোশ্যাল মিডিয়ায় পোস্টে কুণাল উল্লেখ করেছেন, ১২ মার্চ ভার্চুয়ালি এর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। উদ্বোধক হিসেবে সিএমের নাম পাল্টে এমপি। নাম পাল্টে দিয়েছেন দেব। সুপারস্টার তো একেই বলে। এলাকার মানুষ তো অবাক।
অতীতেও দেখা গিয়েছে কুণালের নিশানায় এসেছিলেন দেব। বিশেষ করে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সখ্যতার জন্য দেবকে কটাক্ষ করা হয়েছিল।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলার পাঠ রাজ্য ও কলকাতা পুলিশের
আরও খবর দেখুন