কলকাতা: আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে সরব শহর থেকে দেশ। বিচার চেয়ে প্রতিবাদে সামিল জুনিয়র ডাক্তাররা। নিজেদের সহকর্মীর বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয় জুনিয়র ডাক্তাররা। প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছিল স্বয়ং সুপ্রিম কোর্টও। তবে চিকিৎসকরা অনড়। শুক্রবারের এক ঘটনা তাঁদের ফেলে দিল প্রশ্নের মুখে। চিকিৎসকদের আন্দোলনের কারণে চলে গেল একটি প্রাণ? এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট দেবের। সোশাল মিডিয়ায় দেব (Dev) লিখলেন, ”আমিও এই প্রাণ হারানোর বিচার চাই।
শুক্রবার আরজি কর হাসপাতালে বিনা চিকিৎসায় (Medical Negligence RG hospital) মৃত্যু হয়েছে কোন্নগরের যুবকের। মৃতের পরিবারের অভিযোগ, বাইক দুর্ঘটনায় আহত হয় বিক্রম ভট্টাচার্য। তাকে শুক্রবার দুপুর ১২ টার সময় আরজি করে আনা হয়েছিল। হাসপাতালে থেকে জানানো হয়, চিকিৎক নেই তাই পরিষেবা দেওয়া যাবে না। রোগীর পরিবারকে বলা হয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে। তারা জানান বেসরকারি হাসপাতালে অনেক খরচ হবে। সেই টাকা তাদের কাছে নেই। লাগাতার রক্তক্ষরণ, বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে থাকার পর মৃত্যু কোলে ঢোলে পড়েন আহত ওই যুবক। সন্তানহারা মায়ের একটাই আক্ষেপ, “সঠিক সময়ে চিকিৎসা হলে হয়তো ছেলেটা বেঁচে যেত।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নাম পাল্টে ডায়ালিসিসের উদ্বোধন দেবের, কটাক্ষ কুণালের
এই নিয়ে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘আমি মানছি, জুনিয়ার ডাক্তারদের দাবি ন্যায্য। তাঁরা কোনও অন্যায় দাবি করছেন না। কিন্তু আমার একান্ত অনুরোধ, পরিষেবা চালু রেখে প্রতিবাদ চলুক।’ অভিষেকের সেই টুইটকে পোস্ট করে দেব লিখলেন, ”আমিও এই প্রাণ হারানোর বিচার চাই। আমিও চাই আমাদের আইনি ব্যবস্থায় বদল আসুক। কিন্তু অন্য প্রাণের বিনিময়ে নয়। কিন্তু অন্য প্রাণের বিনিময়ে নয়।
Even I want justice for a life lost.
Even I want reform in our legal system.
But not at the cost of another life.
Please give this a thought.🙏🏻#CapitalPunishmentforallrapists#MedicalAssitanceforallpatients 🙏🏻 https://t.co/cuq6zvEKno— Dev (@idevadhikari) September 6, 2024
অন্য খবর দেখুন