শিলিগুড়ি: লাগাতার ছাত্র বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical College) ডিন। পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। হুমকি, দাদাগিরি, তোলাবাজি, এমনকি নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ডিনের বিরুদ্ধে। এক পড়ুয়াকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক অধ্যাপিকা। একের পর এক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। টানা ছাত্র-বিক্ষোভের মুখে পড়ে পদত্য়াগ করেন মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, তিনি কোনও ঘটনার দায় স্বীকার করছেন না। শুধুমাত্র ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করলেন তিনি।
আরও পড়ুন: কেন ময়নাতদন্ত করতে দেরি হল, প্রশ্ন নির্যাতিতার বাবা-মায়ের
আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পর থেকেই গোটা রাজ্যের প্রায় সব মেডিক্যাল কলেজগুলিতেই ‘থ্রেট কালচারের’ বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ‘দাপাদাপি’ শুরু হয়েছিল বলে অভিযোগ। এত দিন তারা ভয়ে মুখ বন্ধ করে থাকলেও আর চুপ করে থাকবেন না তারা। বুধবার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রিন্সিপাল, সুপার ও তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক নেতাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এরপরই ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেন।
দেখুন ভিডিও