কলকাতা: ‘অপরাজিতা’ বিলের (Aparajita bill) সঙ্গে ‘টেকনিক্যাল রিপোর্ট’ রাজ্য দেয়নি। তাই রাজ্য বিধীনসভায় বিল পাশ হওয়ার পরও এখনই রাজভবন থেকে ছাড়পত্র মিলবে না। স্পষ্ট ইঙ্গিত দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ-বিরোধী বিল ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড। বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে। কিন্তু রাজ্যের আচরণে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। রাজ্যপালের অভিযোগ, এই বিলের সঙ্গে রাজ্যের তরফে কোনও টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি। টেকনিক্যাল রিপোর্ট বিলে ছাড়পত্র দেওয়ার জন্য জরুরি। না থাকলে রাজ্যপাল কোনও বিলেই সম্মতি দিতে পারেন না। ফলে এই বিল নিয়ে আবারও যে রাজ্য-রাজভবন চাপানউতর তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য।
ত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিস্পত্তির কথাও বলা আছে বাংলার বিলে। ‘অপরাজিতা’ বিল নিয়ে রাজ্যপাল বলেন, বাংলার অপরাজিতা বিল নতুন কিছু নয়। অন্ধ্র, অরুণাচল, মহারাষ্ট্রের নারী সুরক্ষা বিলের অনুকরণ মাত্র। কোনও বিলের ক্ষেত্রেই প্রয়োজনীয় রিপোর্টটি পাঠানো হয় না বলে অভিযোগ। কোনও টেকলিক্যাল রিপোর্ট ছাড়া বিল পাঠিয়েছে রাজ্য। ওই রিপোর্ট না পাঠিয়ে রাজ্য পরে বিল পাশ না হওয়ার জন্য রাজভবনের উপর দোষারোপ করে। যা সঠিক নয়। কেন ওই রিপোর্ট বিলের সঙ্গে পাঠানো হয়নি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন: সাতসকালে সন্দীপের বাড়িতে ইডি, চলছে তল্লাশি
টেকনিকাল রিপোর্ট ছাড়া রাজ্যপাল যে এই বিল সই করবেন না, তা নিশ্চিত করে দিয়েছেন। বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, রাজ্যপাল এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। বলা হয়েছে বিল পেশের আগে রাজ্যের উচিত ছিল হোমওয়ার্ক করা।
অন্য খবর দেখুন