কলকাতা: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের চিঠি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের। বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের ডাক মুখ্যসচিবের। চিঠিতে উল্লেখ, ১৫ জন সদস্যের বেশি কাউকে অনুমতি দেওয়া যাবে না। লাইভ টেলিকাস্টও সম্ভব নয়। তবে স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। এমনকী মুখ্যমন্ত্রী আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে আগ্রহী বলে চিঠিতে উল্লেখ করেন মুখ্যসচিব।
পাশাপাশি তিনি চিঠিতে ডাক্তারদের ১৫ প্রতিনিধিকে বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা দেখা করবেন, সেই প্রতিনিধিদের নাম ইমেল মারফত জানাতে বলা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: