কলকাতা: পেশাদার ফুটবল কেরিয়ারে ৯০০ গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) ছিল পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ। সেই খেলাতেই দলের দ্বিতীয় গোল করে অনন্য নজির গড়লেন সি আর সেভেন। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর ১৩১ তম গোল। ক্রোয়েশিয়াকে ২-১ ফলে হারিয়েছেন রোনাল্ডোরা। ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে প্রথম গোল করেন দিয়োগো দালো।
এ বছর ইউরো কাপে (EURO Cup 2024) পাঁচটি ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি পর্তুগিজ মহাতারকা। খরা কাটল নেশনস লিগের প্রথম ম্যাচেই। ৩৪ মিনিটে নুনো মেন্ডেজের ক্রস থেকে বিনা বাধায় ৯০০তম গোল করেন তিনি। প্রথমার্ধে একটি গোল শোধ করে ক্রোয়েশিয়া, কিন্তু দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: অবিশ্বাস্য সেঞ্চুরি মুশির খানের, উচ্ছ্বসিত দাদা সরফরাজ
Cristiano Ronaldo.
900 career goals 🤯#NationsLeague pic.twitter.com/5WFKOfvXkC
— UEFA EURO 2024 (@EURO2024) September 5, 2024
৯০০টি গোলের মধ্যে সবথেকে বেশি গোল রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে করেছেন রোনাল্ডো। মাদ্রিদের ক্লাবের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল আছে তাঁর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) হয়ে দুই পর্ব মিলিয়ে ১৪৫ গোল। এছাড়া জুভেন্তাস, আল নাসের এবং স্পোর্টিং সিপির হয়ে করেছেন যথাক্রমে ১০১, ৬৮ এবং ৫টি গোল। দেশের হয়ে গোলের সংখ্যা ১৩১।
প্রসঙ্গত, নেশনস লিগে গ্রুপ এ-তে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার সঙ্গে আছে স্কটল্যান্ড এবং পোল্যান্ড। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৩-২ ফলে হারিয়েছে পোল্যান্ড। রবিবার তাদের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া এবং স্কটিশদের বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইংল্যান্ডের যাত্রা শুরু হবে শনিবার।
দেখুন অন্য খবর: