বর্ধমান : বর্ধমান মেডিক্যাল কলেজের (Bardwan Medical College) দশ সাসপেন্ডেড ছাত্রছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট। গত ১১ অক্টোবর ওই কলেজের কিছু ছাত্রদের র্যাগিংয়ের অভিযোগে কলেজ কাউন্সিল তাদের সাসপেন্ড করে। ক্লাস এবং হোস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয়। বিচারপতি জয় সেনগুপ্ত এবার তাদের ক্লাস করার নির্দেশ দিয়েছেন। তবে এখনই হোস্টেলে ঢুকতে পারবেন না ওই ছাত্রছাত্রীরা।
আরও খবর : ১৩০ বছরে কৃষ্ণনগরের নুড়িপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো
ঘটনায় মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রেসোলিউশন ঠিক ছিল কি না সেটা দেখতে হবে। র্যাগিং এর চার্জ কী? কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি? অভিযোগ কোথায়? পাঁচ বছর আগের অভিযোগে কী এখনই পদক্ষেপ নেবে? অভিক দের বিরুদ্ধে অভিযোগ। আমরা কী করেছি?’
যদিও বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘ছাত্রদের ক্রমাগত চাপ দেওয়াকেও র্যাগিং বলে। ঈশা পালসহ বাকিরা বর্ধমান মেডিক্যাল কলেজের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট।’
দেখুন আরও খবর :